আওয়ামী লীগ নেতার ৬-দফা বিশ্লেষণ
ছয়-দফা বিশ্লেষণ করিয়া আওয়ামী লীগ নেতা বলেন, ছয়-দফা বঞ্চনার বিরুদ্দে রক্ষাকবচ, ইহা আপামর জনসাধারণের অর্থনৈতিক উন্নয়নের গ্যারান্টি, ইহা সমগ্র পাকিস্তানের জন্যই ম্যাগনাকার্টা বা বড় সনদ। ছয়-দফার সুযােগ গ্রহণে পশ্চিম পাকিস্তান নারাজ কেন—তাহাও তিনি ব্যাখ্যা করেন।
তিনি বলেন যে, সেপ্টেম্বরের যুদ্ধের সময় শক্তিশালী কেন্দ্র বা কেন্দ্রর শক্তিমান পুরুষের উপযােগিতা অনুভূত হয় নাই। যুদ্ধকালে সর্বক্ষমতাসম্পন্ন প্রেসিডেন্ট কেন পূর্ব পাকিস্তানে আসিতে পারেন নাই, তাহা অনুধাবনের জন্য তিনি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, যুদ্ধকালে পূর্ব পাকিস্তান গােটা দুনিয়া হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল। বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিব বলেন যে, পাকিস্তানের মাতৃত্বের খাতিরে পূর্ব পাকিস্তান সকল প্রকারে আত্মত্যাগ করিয়াছে। কিন্তু শুভেচ্ছার এই মনােভাবকে দুর্বলতা বলিয়া ভুল বুঝা হইয়াছে।
খুলনার মহামারী, জীবাণুযুক্ত পানি সরবরাহ ব্যবস্থা প্রভৃতি স্থানীয় সমস্যাদি সম্পর্কেও তিনি আলােচনা করেন। দূষিত পানি সরবরাহের জন্য তিনি কর্তৃপক্ষের তীব্র সমালােচনা করেন।
দৈনিক ইত্তেফাক, ১৯ এপ্রিল ১৯৬৬