যশােরের জনসভায় মুজিবরের বক্তৃতা
৬-দফা দাবীর প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন রহিয়াছে
যশাের, ১৫ই এপ্রিল (সংবাদদাতা)।–পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান অদ্য স্থানীয় টাউন হল ময়দানে এক জনসভায় ঘােষণা করেন যে, পররাষ্ট্রমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টো আমাকে মােকাবিলা করার প্রশ্নে শেষ পর্যন্ত কাটিয়া পড়ায় ৬-দফার ব্যাপারে আমাদের প্রথম পর্যায়ের বিজয়। সূচিত হইয়াছে।
তিনি বলেন, জনাব ভুট্টোর অগৌরবজনক পশ্চাদপসারণের জন্য আমার দুঃখ। হয়। তবে এই প্রসঙ্গে বর্তমান সরকারের প্রতি ছয়-দফা প্রশ্ন জনমত যাচাইর জন্য। অবিলম্বে গণভােট অনুষ্ঠানের ব্যবস্থা করার দাবীর পুনরাবৃত্তি করিতেছি।
তিনি বলেন, পশ্চিম পাকিস্তানের রক্ষাব্যবস্থা পূর্ব পাকিস্তানের উপরই নির্ভর করে। পূর্ব পাকিস্তানই জনশক্তি ও অর্থশক্তি দ্বারা পাকিস্তানের অবশিষ্ট অংশকে রক্ষা করিতে পারে।
প্রেসিডেন্ট আইয়ুব গৃহযুদ্ধের যে হুমকি দিয়াছেন, তাহাতে তিনি দুঃখ প্রকাশ করিয়া জিজ্ঞাসা করেন, কাহাদের মধ্যে এই গৃহযুদ্ধ হইত? তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লক্ষ্যে পৌঁছনাের নীতিতে বিশ্বাস করি। দেশে অসন্তোষ সৃষ্টির উদ্দেশ্যই গৃহযুদ্ধের হুমকি দেওয়া হইতেছে।
সংবাদ, ১৭ এপ্রিল ১৯৬৬