You dont have javascript enabled! Please enable it! 1966.04.16 | ৬-দফা প্রতিরক্ষা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৬-দফা প্রতিরক্ষা

অদ্য মাগুরার এক বিরাট জনসভায় বক্তৃতাকালে শেখ মুজিবর রহমান দাবি আদায়ের জন্য সকলকে জীবন বিসর্জনে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাচিয়া থাকার যদি কোন অর্থ থাকে তবেই বাঁচিয়া থাকুক, নইলে গৌরবােজ্জ্বল মৃত্যুবরণই শ্রেয়।
বক্তৃতাকালে শেখ মুজিব বিশেষভাবে সাম্প্রতিক পাক-ভারত যুদ্ধের আলােকে ছয়-দফা দাবির গুরুত্ব ব্যাখ্যা করেন।
তিনি বলেন, উক্ত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান অবশিষ্ট বিশ্বের সঙ্গে যােগাযােগহীন হইয়া পড়ে। অথচ তথাকথিত সবসময় শক্তিধর কেন্দ্রীয় সরকারও আমাদের কোন প্রকার সাহায্যে আগাইয়া আসিতে পারেন নাই। যুদ্ধরত রাষ্ট্র ভারতের দ্বারা আমরা তখন পরিবেষ্টিত হইয়া পড়ি। কিন্তু পূর্ব পাকিস্তানকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। একটি বিদেশি রাষ্ট্রের মধ্যরাত্রির হুঁশিয়ারির দরুন ভারত তখন পাকিস্তান আক্রমণ করে নাই চিন্তা করা গৌরবের বিষয় নহে। সরকার তখন নিজেদের শক্তি দ্বারা দেশকে রক্ষা করিতে পারেন নাই, ইহা অবমাননাকর ছাড়া কিছু হইতে পারে না। নিজেরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিতে পারিব না এবং এজন্য অন্যের উপর ভরসা করিতে হইবে ইহা অপেক্ষা শােকাবহ কি হইতে পারে? যাঁহারা পূর্ব পাকিস্তানে একটি অস্ত্র কারখানা স্থাপনেরও রাজি নহেন, যুদ্ধের সময় তাহারা এই প্রদেশকে রক্ষার জন্য কি করিয়াছিলেন? দেশের জনসংখ্যার শতকরা ৫৬ ভাগ এখানে বাস করে। অথচ যুদ্ধের সময় আমাদের ভাগ্য শিকায় ঝুলিতেছিল।

দৈনিক ইত্তেফাক, ১৬ এপ্রিল ১৯৬৬