You dont have javascript enabled! Please enable it! 1972.05.10 | বাংলাদেশের প্রতি বিশ্ব ব্যাংকের মনােভাব বদলেছে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের প্রতি বিশ্ব ব্যাংকের মনােভাব বদলেছে

বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের পূর্বতন মনােভাবের পরিবর্তন হয়েছে। গত ৩১ জানুয়ারিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রাবার্ট ন্যাকনামারা বাংলাদেশ সফরে এসে এরকম একটি ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশে বিশ্বব্যাংকের যে অর্থ বিনিময় করা হয়েছে তা পরিশােধের আগে নতুন অর্থ সাহায্যের কোনাে প্রতিশ্রুতি দেয়া হবে না । কিন্তু তার এই ইঙ্গিত সত্ত্বেও বর্তমানে বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের দৃষ্টির উল্লেখযােগ্য পরিবর্তন হয়েছে। এবারের বাংলাদেশ সরকারের সঙ্গে আলােচনার সময় মি কারগিল উক্ত অর্থ পরিশােধের প্রশ্ন তােলেননি। বরং অর্থের অভাবে যেসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে সেগুলাের কাজ আবার চালু করার উদ্দেশ্যে নতুন করে বিশ্বব্যাংকের সাহায্য দানের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ যেহেতু এখনাে বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করেনি সেই কারণে বিশ্বব্যাংক এই মুহূর্তে বাংলাদেশকে অর্থ সাহায্য দানে সক্ষম নয়। কিন্তু বাংলাদেশের আশু প্রয়ােজনের কথা বিবেচনা করে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে অন্তবর্তীকালে বাংলাদেশকে প্রয়ােজনীয় সাহায্য দানের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বব্যাংক পরে এই অর্থ সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে পরিশােধ করবে। ৩৫

Reference:
১০ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ