পাক বাহিনী মুক্তিবাহিনীর সাথে এটে উঠতে পারছে না
—ওয়াশিংটন পােষ্ট মার্কিণ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘ওয়াশিংটন পােষ্ট’-এর ২৮শে অক্টোবর সংখ্যায় খবর। প্রকাশিত হয়েছে যে, পাক বাহিনী মুক্তিবাহিনীর তৎপরতারােধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ঢাকা ও ফরিদপুরের গ্রামে মুক্তিবাহিনী বিস্তীর্ণ এলাকা তাদের দখলে রেখেছে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শাসন ব্যবস্থা চালু করেছে। ঐ পত্রিকার ঢাকা রিপাের্টার এই সংবাদ সরবরাহ করেছেন। তিনি জানিয়েছেন, প্রত্যেকটি বড় শহরেই জঙ্গী শাহীর অত্যাচারে প্রায় শতকরা ৩০ ভাগ লােক ‘নিখোজ’। পাক বাহিনী শহরগুলি নিয়ন্ত্রিত করলেও মুক্তিবাহিনীকে খতম করতে পারছে না। পাকবাহিনী গ্রামে গ্রামে অত্যাচার চালাচ্ছে। একের পর এক গ্রাম পােড়াচ্ছে। কিন্তু তবু মুক্তিবাহিনীর সাথে এটে উঠতে পারছে না। বাংলাদেশের বহু অঞ্চলে এখন মুক্তিবাহিনীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
জাতীয় বাংলাদেশ ১ : ১৫
১৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯