ভারত-বাংলাদেশ ২৪ কোটি টাকার ঋণ চুক্তি
ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৪ কোটি ১০ লাখ টাকার তিনটি পৃথক ঋণ চুক্তি সাক্ষরিত হয়েছে। ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ সুবিমল দত্ত ও বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব জনাব কে এ রব্বানী এ তিনটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। এর একটি চুক্তি অনুযায়ী বাংলাদেশের রেল ব্যবস্থা পুনঃবিন্যাস, টেলি কম্যুনিকেশন ও বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতির জন্য ভারত বাংলাদেশকে ১০ কোটি টাকা ঋণ দেবে। এই ঋণ বার্ষিক অথবা সেমিবার্ষিক কিস্তিতে ৫ বছর অতিরিক্ত সময়সহ ২৫ বছর মেয়াদে এই ঋণ পরিশােধ করা যাবে । দ্বিতীয় ঋণটিতে দুটি এফ-২৭ বিমান, দুটি জাহাজ এবং এগুলির রক্ষণাবেক্ষণের ব্যয় এর জন্যে ভারত বাংলাদেশকে ৬ কোটি টাকা ঋণ দিবে। ৫ বছর অতিরিক্ত সময়সহ ২০ বছর মেয়াদে সেমিবার্ষিক কিস্তিতে এই ঋণ পরিশােধ করা যাবে। তৃতীয় ঋণ চুক্তি অনুযায়ী ভারত ৮ কোটি টাকার অপরিশােধিত তেল সরবরাহ করবে। মাসিক ১ লাখ টন হিসেবে ৫ লাখ টন অপরিশোধিত তেল চট্টগ্রামে সরবরাহ করা হবে। এই তিনটি ঋণ চুক্তিই অবিলম্বে বলবৎ বিবেচিত হবে।
Reference:
১৬ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ