আর্মি অব বাংলাদেশ
উই আর উইথ ইউ
ARMY OF BANGLADESH WE ARE WITH YOU
এটি একটি সমর্থনমূলক জনপ্রিয় শ্লোগান। ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলার সরকার মেহেরপুরের মেহেরপুরের মুজিবনগরে শপথ গ্রহন করে। এই সময় কর্ণেল ওসমানীকে প্রধান করে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হয়। প্রবাসী বাঙালীরা এই সেনাবাহিনীকে ব্যাপক সমর্থন দান করে। বিশ্ববাসীর নিকট বাংলাদেশ সেনাবাহিনীকে পরিচিত করা এবং সমর্থন আদায় করার উদ্দেশ্যে প্রবাসীরা তাদের বিভিন্ন মিছিলে ও সমাবেশে এই শ্লোগানটি ব্যাপক ব্যবহার করে।
[৩৮] মো. সিদ্দিকুর রহমান স্বপন
রেফারেন্স: মুক্তিযুদ্ধ কোষ (প্রথম খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত