আকাশবানী
ভারতের রাষ্ট্রীয় বেতারের নাম আকাশবানী। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আকাশবানী স্বাধীনতাকামী বাঙালী জনগোষ্ঠির কাছে একটি জনপ্রিয় বেতার কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছিল। এর প্রধান কারণ ছিল দুটিঃ এক. পাকিস্তানের রাষ্ট্রীয় বেতার কেন্দ্র, অর্থাৎ রেডিও পাকিস্তান থেকে যা কিছু প্রচার করা হত তার সবই ছিল পাকিস্তান সরকারের পক্ষে প্রচারণা। দুই. বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর, মুক্তিবাহিনীর সাফল্য এবং বিশ্বজুড়ে স্বাধীনতার পক্ষে যা কিছু কর্মকান্ড পরিচালিত হয়েছে তার বেশিরভাগই প্রচারিত হত আকাশবানী থেকে। বিশেষ করে আকাশবানী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, সংবাদ বিশ্লেষণ এবং বিভিন্ন ধরণের সাক্ষাতকার ও কথিকা ছিল অবরুদ্ধ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং সীমান্ত অঞ্চলজুড়ে লক্ষ লক্ষ দেশপ্রেমিক বাঙালী ছিন্নমূল জনগোষ্ঠির কাছে প্রধান আশার বাহন। সে কারনেই আকাশবাণী ব্যাপকভাবে বাঙালী জনগোষ্ঠির কাছে জননন্দিত হয়েছিল।
[১০৮] হারুন হাবীব
রেফারেন্স: মুক্তিযুদ্ধ কোষ (প্রথম খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত