বিভিন্ন রণাঙ্গণে মুক্তিবাহিনীর সফল অভিযান
নবাবগঞ্জ : আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন যে গত বুধবার নবাবগঞ্জ ছাউনি থেকে হানাদার বাহিনীর একটি বিরাট দল কুমারগঞ্জ অভিমুখে যাত্রা করলে পথিমধ্যে বক্সনগরের ছনবাতা থেকে আমাদের দুর্ধর্ষ গেরিলারা এক অতর্কিত আক্রমণ চালিয়ে দুজন পাক সেনাকে নিহত এবং তিনজনকে আহত করে। পরে আতঙ্কগ্রস্ত পাক দস্যুরা আশেপাশে বেপরােয়াভাবে গুলিবর্ষণ করে এবং অনেক বাড়ীঘর জ্বালিয়ে দেয়। চাঁদপুর : আমাদের নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন গত ২৫শে অক্টোবর চাঁদপুরে আমাদের গেরিলারা এক সফল অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রবাহী একটি আমেরিকান জাহাজ ডুবিয়ে দেন। আরাে জানা গেছে, আমাদের গেরিলারা মাইনের সাহায্যে শত্রু এবং শত্রুর জন্য রসদবাহী দুটি ট্রেন উড়িয়ে দেন এবং হানাদার বাহিনীর জন্য চাল বােঝাই দুটি জাহাজ আটক করেন। | সিরাজগঞ্জ : গত সপ্তাহে আমাদের মুক্তিবাহিনী সিরাজগঞ্জে পাকবাহিনীর একটি ছাউনির উপর। প্রবল আক্রমণ চালিয়ে ৩১ জন রাজাকার এবং ৪৫ জন পাক পুলিশকে হত্যা করে। নিয়মিত বাহিনীর সফল অভিযানে বিপুল এলাকা মুক্ত ফেনী : সপ্রতি আমাদের নিয়মিত বাহিনী তিনদিন প্রবল সংঘর্ষের পর ফেনী মহকুমার দশ মাইল এলাকা শত্রু কবল থেকে মুক্ত করে নিয়েছে। মেহেরপুর : আমাদের নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন আমাদের নিয়মিত বাহিনীর সফল অভিযানে মেহেরপুর মহকুমা শহর ছাড়া সম্পূর্ণ এলাকা মুক্ত হয়। সেখানে বাংলাদেশ সরকারের বেসামরিক শাসন ব্যবস্থা চালু হয়েছে। জানা গেছে, মুক্তিবাহিনী শহরটাকে অবরােধ করে রেখেছে।
বাংলাদেশ (৪)১: ৩
১২ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯