You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | পাকিস্তানকে ধ্বংস করতে এসে হিন্দুস্তান নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে- আলী আহসান মােহাম্মদ মুজাহিদ - সংগ্রামের নোটবুক

আলী আহসান মােহাম্মদ মুজাহিদ
৪ ডিসেম্বর

এইদিনে শুরু হয় বুদ্ধিজীবী অপহরণের জন্য আলবদরদের নানা কর্মকাণ্ড। আলবদরা এ উপলক্ষে কয়েকটি পথসভাও করে। এ সমস্ত সভায় ছাত্র সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবীদের হুঁশিয়ার করে দিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন এবং আল বদরদের প্রস্তুত থাকতে বলা হয়—যুক্ত বিবৃতিতে ছাত্র সংঘের সভাপতি আলী আহসান মােহাম্মদ মুজাহিদ এবং সাধারণ সম্পাদক মীর কাশেম বলেন…হিন্দুস্তানকে হুঁশিয়ার করে দিতে চাই, পাকিস্তানকে ধ্বংস করতে এসে হিন্দুস্তান নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে।….. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রণাঙ্গনে সাম্রাজ্যবাদী হিন্দুস্তানের হামলাকে সাফল্যজনকভাবে প্রতিহত করার জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনীকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।”
“পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের গতকালের বেতার ভাষণকে অভিনন্দন জানিয়ে আমরাও ঘােষণা করছি যে, এদেশের ছাত্র জনতা ৬৫ সালের মতন এবারও ইস্পাত কঠিন শপথ নিয়ে পাকিস্তান বাহিনীর সাথে সহযােগিতা করে যাবে।

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন