কেন্দ্রীয় শান্তি কমিটি
২৯ নভেম্বর
কেন্দ্রীয় শান্তি কমিটির একটি গণমিছিল এইদিনে ঢাকা শহর প্রদক্ষিণ করে। মিছিলের পুরােভাগে ছিলেন খাজা খয়েরুদ্দিন, ব্যারিস্টার আখতার উদ্দিন, গােলাম সারওয়ার, মওলানা আশরাফ আলী, মেজর আফসার উদ্দিন প্রমুখ নেতা। মিছিলের কিছু শ্লোগানের নমুনা।
পাকিস্তানের উৎস কি লা-ইলাহা ইল্লাল্লাহ,
হাতে লও মেশিন গান-দখল কর হিন্দুস্থান
বীর মুজাহিদ অস্ত্র ধর আসাম বাংলা দখল কর।
পাক-ফৌজ অস্ত্র ধর—হিন্দুস্তান দখল করা
কুটনিবুড়ি-ইন্দিরা-হুঁশিয়ার, হুঁশিয়ার
অফিস আদালতের মীরজাফররা-হুঁশিয়ার হুঁশিয়ার। ইত্যাদি ছিল শ্লোগানের ভাষা।
মিছিলে বহন করা ইন্দিরাগান্ধী, জগজীবন রাম, শরণসিং, এদের প্রতিকৃতিগুলােকে জুতাপেটা করা হয়।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন