আব্বাস আলী খান
৬ ডিসেম্বর
বুদ্ধিজীবী হত্যা শুরু হওয়ার চারদিন আগে তিনি এক বেতার ভাষণে বলেন-
“বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। বিপক্ষ কুরাইশদের সংখ্যা ছিল ১ হাজার। … তের কোটি মানুষ এই পূণ্যভূমি রক্ষার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত আছে।… গুজব রটনাকারী, বিশৃংখলা সৃষ্টিকারী, হিন্দুস্তান অথবা কল্পনা রাজ্যের তথাকথিত বাংলাদেশের স্বপক্ষে প্রচারণাকারীরা আমাদের দুশমন। তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। প্রথম সুযােগেই তাদের বিষদাত ভেঙে দিন। আমাদের রাজাকার, বদর, শামস্ প্রভৃতি বাহিনীগুলাের সাথে কাধে কাধ মিলিয়ে দেশরক্ষার কাজে নেমে পড়ুন। …. আল্লাহতালা আমাদের মদত দান করুন। আমিন। আল্লাহ আকবর। পাকিস্তান পায়েদাবাদ।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন