You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | রাষ্ট্রবিরােধী ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত ব্যক্তিদের কার্যকলাপের ব্যাপারে সতর্ক থাকবে হবে- আব্বাসআলী খান - সংগ্রামের নোটবুক

আব্বাসআলী খান
২৫ নভেম্বর

পাকবাহিনী এবং এদেশীয় দালালদের পরাজয়ের প্রাঙ্গলে এক বিবৃতিতে তিনি বলেন-
“এতে আর কোন সন্দেহ নাই যে, তথাকথিত মুক্তিবাহিনীর ছদ্মাবরণে পূর্ব পাকিস্তানকে গ্রাস করার হীন মতলবে ভারতীয় সেনাবাহিনী কয়েকটি ফ্রন্টে নির্লজ্জ হামলা শুরু করেছে। সশস্ত্র বাহিনী একাই কোন যুদ্ধ চালিয়ে যেতে পারে না। প্রিয় পাকিস্তানের মর্যাদা রক্ষার জন্য আমাদের জওয়ানদের হাতকে শক্তিশালী করা এ অযে প্রতিটি নাগরিকের দায়িত্ব।” বুদ্ধিজীবী ও মুক্তিযােদ্ধাদের সম্পর্কে তিনি বলেন- “রাষ্ট্রবিরােধী ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত ব্যক্তিদের কার্যকলাপের ব্যাপারে সতর্ক থাকবে হবে। এদেরকে নির্মূল করার ব্যাপারে আপনারা সেনাবাহিনী ও শান্তি কমিটিসমূহকে সহায়তা করুন।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন