You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | কিশােরগঞ্জের ৮টি থানার দুশাে বর্গমাইল এলাকা মুক্ত ও শহর অবরুদ্ধ - সংগ্রামের নোটবুক

কিশােরগঞ্জের ৮টি থানার দুশাে বর্গমাইল এলাকা মুক্ত ও শহর অবরুদ্ধ

কিশােরগঞ্জ মহকুমার প্রায় ২০০ বর্গমাইল এলাকা সম্পূর্ণ মুক্ত হয়েছে এবং উক্ত এলাকার ওপর মুক্তিবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযােদ্ধারা খাস কিশােরগঞ্জ শহর অবরােধ করে রেখেছে। যে কোন মুহূর্তে কিশােরগঞ্জ শহর পাক হানাদার দের কবলমুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। মুক্তিবাহিনী কিশােরগঞ্জ মহকুমার পাকুন্দিয়া, হােসেনপুর, কটিঘাদি, ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ এবং নিকলী প্রভৃতি ৮টি থানা এলাকা মুক্ত করেছে।  গত মঙ্গলবার মুক্তিবাহিনী যমুনা নদীর ওপরে জামালপুর ফেরী ধ্বংস করে দিয়েছে। উক্ত এলাকায় অস্ত্রশস্ত্র সহ বহু রাজাকার ও পাক সেনা মুক্তিযােদ্ধাদের হাতে বন্দী হয়েছে।

জয়বাংলা (১) ১: ২৭

১২ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯