You dont have javascript enabled! Please enable it! 1971.09.25 | জামাতে ইসলামী পাকিস্তান ও ইসলামকে এক ও অভিন্ন মনে করে- গােলাম আজম - সংগ্রামের নোটবুক

গােলাম আজম
২৫ সেপ্টেম্বর

ঢাকায় হােটেল এম্পায়ারে ঢাকা শহর জামাতের দেয়া এক সংবর্ধনা সভায় বলেন-“দেশের সাম্প্রতিক সংকট ও দুষ্কৃতকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে যে সব পাকিস্তানী প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি লােকই জামাতে ইসলামীর সাথে জড়িত। জামাতে ইসলামী পাকিস্তান ও ইসলামকে এক ও অভিন্ন মনে করে। পাকিস্তান সারা বিশ্ব মুসলিমের ঘর। কাজেই পাকিস্তান যদি না থাকে, তাহলে জামাত কর্মীরা দুনিয়ায় বেঁচে থাকার কোন স্বার্থকতা মনে করে না। তাই জামাতের কর্মীরা জীবন বিপন্ন করে পাকিস্তানের অস্তিত্ব ও অখণ্ডতা রক্ষার কাজ করে যাচ্ছে। শান্তি কমিটির মাধ্যমে, রাজাকার ও আলবদরে লােক পাঠিয়ে এবং অন্যান্য উপায়ে জনসাধারণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোেধ সৃষ্টির কাজ করে। যাচ্ছে এবং একই উদ্দেশ্যে দু’জন সিনিয়র নেতাকে মন্ত্রিত্ব গ্রহণে বাধ্য করেছে। এই মন্ত্রিরা যেন জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে সব কিছু করেন।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন