You dont have javascript enabled! Please enable it! 1971.09.24 | বাঙালি জাতীয়তাবাদের শ্লোগানে বাঙালিদের কি ফায়দা হয়েছে?- আব্বাসআলী খান - সংগ্রামের নোটবুক

আব্বাসআলী খান
২৪ সেপ্টেম্বর

তেজগা থানা শান্তি কমিটি প্রদত্ত সংবর্ধনা সভায় থানা শান্তি কমিটি প্রধান মাহাবুবুর রহমান গুরহা পঠিত মানপত্রের জবাবে তিনি বলেন—“বাঙালি জাতীয়তাবাদের শ্লোগানে বাঙালিদের কি ফায়দা হয়েছে। পাকিস্তানকে অস্ত্রবলে ধ্বংস করার সকল চেষ্টায় ব্যর্থ হয়ে ভারত এর আদর্শিক মূলে আঘাত হেনেছে। তাদের ঘৃণ্য চরদের মধ্যে আঞ্চলিক ও ভাষাভিত্তিক জাতীয়তার শ্লোগান তুলেছে। এই সংকট মুহূর্তে প্রত্যেকটি পাকিস্তানী নাগরিককে পাকিস্তানী ও মুসলমান হিসেবে চিন্তা করতে হবে।” | বাঙালি বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি আরাে বলেন “সামাজিক অর্থনৈতিক ও আবাসিক পুনর্বাসনের যেমন প্রয়ােজন রয়েছে তেমনি আজ প্রয়ােজন মানসিক পুনর্বাসনের।” ।

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন