ওবায়দুল্লাহ মজুমদার
২ অক্টোবর
মালেক মন্ত্রিসভার তথ্য মন্ত্রিত্ব পাবার পর বলেন “আমি সব সময়ই পাকিস্তানী ছিলাম, সর্বদাই পাকিস্তানী এবং কখনােই পাকিস্তানী বিরােধী নই। তবে গােলযােগের সময় সৃষ্ট পরিস্থিতিতে তথায় (ভারতে) আশ্রয় গ্রহণে বাধ্য হই। তবে তথায় থাকাকালে সব সময়ই আমি সীমান্ত অতিক্রমের সুযােগ খুঁজছিলাম এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তথা অপরাপর ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে পলায়নের প্রথম সুযােগই আমি গ্রহণ করি।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন