You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | ঢাকা ক্যান্টনমেন্টে দিনরাত কাফন তৈরী হচ্ছে - সংগ্রামের নোটবুক

ঢাকা ক্যান্টনমেন্টে দিনরাত কাফন তৈরী হচ্ছে

মুক্তিবাহিনীর গেরিলারা ঢাকায় বর্তমানে খুবই সক্রিয়। গেরিলাদের তৎপরতার ফলে পাক সেনারা কোণঠাসা হয়ে পড়েছে। প্রতিদিন গড়ে ১৮৯ জন পাকিস্তানী সেনা নিহত হচ্ছে। দুতারেরা মৃত অফিসারদের কফিন তৈরী করার জন্য ক্যান্টনমেন্টে দিনরাত কাজ করছে। কবরস্থ করার জন্য পাক। সৈন্যদের লাশ এইসব কফিনে পশ্চিম পাকিস্তানে পাঠানাে হয়। সম্প্রতি লণ্ডনের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত রিপাের্টে একথা বলা হয়েছে। বাংলাদেশ থেকে সানডে টাইমস-এর সংবাদদাতা তার রিপাের্টে সম্প্রতি ঢাকায় একাধিক সরকারী ভবনের উপর আটশরও বেশী গেরিলার ধারাবাহিক আক্রমণের কথা জানিয়েছেন। এর মধ্যে কয়েকটি সরকারী বাড়ী শহরের প্রধান ব্যবসা কেন্দ্রে অবস্থিত।  

উক্ত রিপাের্টে আরাে বলা হয় যে, গেরিলা আক্রমণের ফলে পাক বাহিনী বিমান বন্দর সুরক্ষিত রাখার জন্য বিমান বন্দর পর্যন্ত প্রধান সড়কের দু’পাশে ‘পিল বক্স’ স্থাপন করতে বাধ্য হয়েছে। পি, আই, এ-র বিমানগুলােও মুক্তিবাহিনীর তৎপরতায় ভীত হয়ে পড়েছে। পি, আই, এর বােয়িং বিমানগুলি পূর্বে আন্তমহাদেশীয় গতিপথে চলাচল করত। আক্রান্ত হওয়ার আশংকায় নির্দিষ্ট গতিপথ ছেড়ে বর্তমান যতােটা সম্ভব জলপথের উপর দিয়ে যাতায়াত করে এবং বিমানের আলােক সংকেতও জ্বালানাে হয় না।

জয়বাংলা (১) ১ : ২৭

১২ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯