গােলাম আজম
২ অক্টোবর
ঢাকায় প্রাদেশিক জামাতে মজলিশে শুরার বৈঠক উদ্বোধনের সময় তিনি বলেন,
“খােদা না খাস্তা, পাকিস্তানকে রক্ষা করতে আমরা যদি ব্যর্থ হই তবে আমরা আমাদের নিজেদেরকে এবং আমাদের আদর্শকেও রক্ষা করতে পারব না। দেশের প্রতিরক্ষায় জামাত কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের পেছনে এই বিশ্বাসই চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এ কারণেই দেশের শত্রুরা জামাত কর্মীদের তাদের শিকারে পরিণত করেছে। কারণ তারা উপলব্ধি করেছে, জামাত কর্মীরাই তাদের পথের সবচেয়ে বড় বাধা এবং এসব জামাত কর্মীকে খতম করা ব্যতীত তাদের (দুশমনদের) হীন উদ্দেশ্য বাস্তবায়িত করা সম্ভব হবে না।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন