You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | পূর্ব পাকিস্তানের নতুন গভর্নর ডঃ এ এম মালেককে প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী শপথ গ্রহণ করান - সংগ্রামের নোটবুক

ডঃ এ এম মালেক
৩ সেপ্টেম্বর

এইদিনে পূর্ব পাকিস্তানের নতুন গভর্নর ডঃ এ এম মালেককে প্রধান বিচারপতি বি এ সিদ্দিকী শপথ গ্রহণ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন-“আজকের এই দিনে পাকিস্তানের বিশেষ করে পাকিস্তানের সঙ্কটময় মুহূর্তে প্রদেশের প্রশাসনের গুরু দায়িত্ব গ্রহণ করেছি। এক মাত্র আল্লাহর অনুগ্রহে ও সকল বন্ধু বান্ধবদের সহযােগিতায় এই দায়িত্ব পালনের জন্য আমি চেষ্টা করব।

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন