গােলাম আজম
১৪ আগস্ট
আজাদী দিবসে তিনি জামাতে তালাবায়ে আরাবিয়ার ইসলামিক একাডেমী হলের সভায় এক বক্তৃতায় বলেন-“বাংলাদেশ বাঙালিদের দ্বারা শাসিত হবে এই মতবাদ শেখ মুজিব বা শ্ৰীতাজুদ্দিনের। এই জন্যই তথাকথিত বাঙালিরা পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশ কায়েম করছে। কিন্তু মুসলমান আল্লাহর হুকুম পালন করার সুযােগ লাভকেই সত্যিকারের আজাদী মনে করে। এ ভিত্তিতে শাসক নিজের দেশের হােক বা বিদেশী হােক তা মােটেই লক্ষণীয় নয়। |
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন