You dont have javascript enabled! Please enable it! 1971.08.18 | গােলাম আজমের লেখা দৈনিক সংগ্রামের একটি উপসম্পাদকীয় - সংগ্রামের নোটবুক

গােলাম আজম
১৮ আগস্ট

দৈনিক সংগ্রামে তিনি একটি উপসম্পাদকীয় লেখেন, এতে বলা হয়। “হিন্দুদের সাথে এক জাতি হয়ে এবং হিন্দুভারতকে বন্ধু মনে করে অদূরদর্শী কতক মুসলিম নেতা বাঙালি মুসলমানদেররকে সর্বক্ষেত্রে বহু পেছনে ঠেলে দিয়েছে। এর ধাক্কা সামলিয়ে বাঙালি মুসলমানকে আবার অগ্রগতি লাভ করতে হলে মুসলিম জাতীয়তাবােধকেই জাগ্রত করতে হবে। আসুন আমরা অতীতের ভ্রান্তি থেকে মুক্ত হয়ে ঐ প্রতিশ্রুতি বাস্তবে রূপ দান করার দৃঢ় শপথ গ্রহণের মাধ্যমে সত্যিকারভাবে আজাদী দিবস পালন করি।”
এতে তিনি আরাে উল্লেখ করেন, “দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রের নামই স্থান, ভাষা, জাতি বা ঐতিহাসিক কোন নাম থেকে নেয়া হয়। কিন্তু পাকিস্তানের নাম এ ব্যাপারে ব্যতিক্রম। এ নাম যা বিশেষ একটি উদ্দেশ্যের প্রতি সুসম্পর্ক ইঙ্গিত দান করে। এ নামের অর্থ হল পবিত্র স্থান।

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন