You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | করটিয়া কলেজে এ্যানেড চার্জ - সংগ্রামের নোটবুক

করটিয়া কলেজে এ্যানেড চার্জ

(স্টাফ রিপাের্টার)। গত ১১ই নভেম্বর করটিয়া সাদাত কলেজে একজন দুঃসাহসী মুক্তিযােদ্ধা এ্যানেডচার্জ করেন। ক্লাশ চলাকালীন গ্রানেডটি ভ্যালকনি থেকে অডিটরিয়ামে (মিলনায়তন) নিক্ষেপ করা হয়। সন্দেহজনকভাবে পাকসেনারা তিনজন ছাত্রকে ধরেছে। গ্ল্যানেড বিস্ফোরণে ক্লাশে যােগদানরত ছাত্ররা বিশেষভাবে শঙ্কিত হয়ে পড়েছে।  সিনিয়র ইঞ্জিনিয়ার নিহিত। গত ১১ই নভেম্বর রাতে গেরিলারা ঢাকা বেতার কেন্দ্রের উপর এক আক্রমণ চালান। এ আক্রমণে বেতার কেন্দ্রের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার নিহত হয় এবং তিন জন আহত হয়। কিশােরগঞ্জের নয়টি থানা মুক্ত এ যাবত কিশােরগঞ্জের বিভিন্ন থানায় প্রচণ্ড আক্রমণ চালিয়ে বারটি থানার নয়টি থানা দুঃসাহসী মুক্তিযােদ্ধারা মুক্ত করেছেন। এ সকল আক্রমণে মুক্তিযােদ্ধারা ভারী অস্ত্র ব্যবহার করেন। এ সকল থানায় বহু সংখ্যক হানাদার খতম হয়। জনসভা (নিজস্ব সংবাদদাতা) ময়মনসিংহ ২রা নভেম্বর । আজ ময়মনসিংহ জেলার মুক্তাঞ্চলে এক বিরাট জনসভা অনুষ্টিত হয়। এ সভায় ময়মনসিংহ (সদর দক্ষিণ) ঢাকা (সদর উত্তর) মুক্তিবাহিনীর অধিনায়ক আফসার উদ্দীন বক্তৃতা দেন। তিনি বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জনগণকে বিশদভাবে বুঝান পরিশেষে রাজাকারদের বাংলাদেশে। বেচে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এখন ও সময় আছে আত্মসমর্পণ করার; আর না করলে তাদেরকে মৃত্যুর হাত থেকে রেহাই দেয়া হবে না।

জাগ্রত বাংলা ১: ৬

১২ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯