দৈনিক সংগ্রাম
১৪ জুলাই
“১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর দুই বাংলা এক হল, রাজধানী কোলকাতায় চলে গেল। বাংলার হিন্দুরা আনন্দে লাফাতে লাগল। বাংলার মুসলমানদের টিটকারী দিয়ে তাদের কবি রবিঠাকুর ইংরেজ সম্রাটকে ভগবানের আসনে বসিয়ে ‘জনগণমন অধিনায়ক’ গান লিখল যা আজ হিন্দু ভারতের জাতীয় সঙ্গীত। যারা হিন্দু বাংলার প্রেমে রাধার ভূমিকা পালন করতে ভারতে গিয়েছে তারা শীঘ্রই ব্রাহ্মণ্যবাদের আসল রূপ স্বচক্ষে দেখে নিজেদের ভুল বুঝে প্রাণ নিয়ে স্বদেশ পাকিস্তানে ছুটে আসবেন এ বিশ্বাস আমাদের রয়েছে।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন