You dont have javascript enabled! Please enable it! 1971.07.18 | আবদুর রহমান বিশ্বাস শান্তি কমিটির সভায় (জিয়ার পাটমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি) - সংগ্রামের নোটবুক

আবদুর রহমান বিশ্বাস
১৮ জুলাই

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, জিয়ার আমলে পাটমন্ত্রী। আবদুর রহমান বিশ্বাস ছিলেন বরিশাল জেলা কমিটির (মুসলীম লীগ) সহসভাপতি। জুলাই মাসে তিনি শান্তি কমিটির সভায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তৃতা প্রদান করেন। উক্ত সভায় আরাে বক্তৃতা করেন এম এন এ অবসরপ্রাপ্ত মেজর আফসার উদ্দিন, সাবেক মন্ত্রী এম এম আফজাল, সাবেক এম এন এ চৌধুরী ফজলে রব খান। এইদিনে দৈনিক সংগ্রাম সংবাদটি প্রকাশ করে, “কেন্দ্রীয় শান্তি কমিটির কার্যকরী পরিষদ সদস্য ও পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি ব্যারিস্টার আখতার উদ্দীন আহমদ বলেছেন, বর্তমান মুহূর্তে বিদেশী সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার জন্য আমাদেরকে দলীয় মত পার্থক্য ভুলে গিয়ে একতাবদ্ধ হতে হবে। বরিশালে জেলা শান্তি কমিটি আয়ােজিত এক বিরাট সভায় বক্তৃতা প্রসঙ্গে ব্যারিস্টার আখতার উদ্দীন উপরােক্ত মন্তব্য করেন (এপিপি পরিবেশিত)। পাকিস্তানের ঐক্য ও সংহতির বিরুদ্ধে ভারত যে চক্রান্ত ও প্রচারণা চালাচ্ছে, সাহস ও আস্থার সাথে তার মােকাবেলা করার জন্য জনাব আখতার উদ্দীন জনগণের প্রতি আহবান জানান। পূর্ব পাকিস্তানে অশুভ কার্যকলাপে লিপ্ত দুষ্কৃতকারী এবং বিদেশী চরদের উৎখাত করার জন্যও তিনি আহ্বান জানান।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন