You dont have javascript enabled! Please enable it!

দৈনিক সংগ্রাম
১৯ জুলাই

ব্রিটিশ টেলিভিশনে বাংলাদেশে নৃশংস গণহত্যার ছবি প্রচারের পর সারা বিশ্বের মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এ সম্পর্কে পত্রিকাটি মন্তব্য করে যে, “বৃটিশ টেলিভিশন পূর্ব পাকিস্তানের জনগণের তথাকথিত মর্মস্পশী অবস্থা সম্পর্কে ভুয়া ছবি প্রদর্শন করছে। বৃটিশ টেলিভিশনে যে সব ছবি দেখানাে হচেছ সেগুলাে সাম্প্রতিক কালের নয় বরং সেগুলাে ঘূর্ণিঝড়ের সময়কার ছবি। বৃটিশ কর্মকর্তারা বােঝাতে চাচ্ছেন সেনাবাহিনী কর্তৃক ব্যবস্থা গ্রহণের পর পূর্ব পাকিস্তানের এই চরম বীভৎস অবস্থার সৃষ্টি হয়েছে। সন্দেহ নেই বৃটিশ প্রচার মাধ্যমে এ ষড়যন্ত্র হিন্দুস্তান থেকেই প্রেরণা পেয়েছে।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন