You dont have javascript enabled! Please enable it!

গােলাম আজম
২২ জুন

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “পূর্ব পাকিস্তানের মুসলমানরা ইসলামকে কখনও পরিত্যাগ করতে পারবে না। এ কারণে তারা পাকিস্তানকেও ত্যাগ করতে পারবে না। পূর্ব পাকিস্তান ইসলাম ও পাকিস্তানের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। আরাে কোরবানী দেয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে।’
“একটি স্বার্থান্বেষী মহল এদেশে সব সময়ই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বিগত নির্বাচনে জাতি অনেক কিছু আশা করে আসছিল। কিন্তু নির্বাচনে যারা জয়লাভ করেছিল তারা নিজেদের গণতন্ত্র প্রিয় বলে দাবী করলেও প্রকৃতপক্ষে তারা ছিল ফাসিস্ট। | প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দেশের নিরাপত্তা ও ইসলামী আদর্শ রক্ষার্থে একটি আইনগত কাঠামাে দান করেন। কিন্তু নির্বাচনে তখন যেসব দল জয়লাভ করল তাদের আদর্শ কর্মসূচি শ্লোগান সবই আইনগত কাঠামাের পরিপন্থী ছিল, নির্বাচিত ব্যক্তিরা জাতিকে তাই দিয়েছিল যা তাদের কাছে আশা করা গিয়েছিল।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!