You dont have javascript enabled! Please enable it!

গােলাম আজম
২৩ জুন

এইদিনে তিনি এক কর্মী সভার বক্তৃতায় বলেন, “পূর্ব পাকিস্তানীরা সর্বদাই পশ্চিম পাকিস্তানী ভাইদের সাথে একত্রে বাস করবে।” এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
“নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচির উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া। যেসব দল খােলাখুলিভাবে বিচ্ছিন্নতার আন্দোলন শুরু করেছিল এবং স্বাধীন বাংলা গঠনের জন্য জনতাকে উত্তেজিত করেছিল সেসব দলকে নিষিদ্ধ ঘােষণার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন