You dont have javascript enabled! Please enable it!

দৈনিক আজাদ
২৫ জুন

নরঘাতক পাক বাহিনীর সাথে তাদের এদেশীয় দালাল শান্তি কমিটির যােগাযােগ কত বিস্তৃত ছিল তার একটি উল্লেখযােগ্য দৃষ্টান্ত :
“অদ্য পূর্ব পাকিস্তানের পশ্চিমাঞ্চল সফরকালে সেনাবাহিনীর চীফ অফ ষ্টাফ জেনারেল আব্দুল হামিদ খানকে বিভিন্ন শান্তি কমিটি কর্তৃক সম্পাদিত বিভিন্ন কল্যাণকর কাজ এবং বেসামরিক জনতা ও সামরিক কর্তৃপক্ষের মধ্যেকার সৌহার্দের কথা জানানাে হয়। জেনারেল হামিদ অদ্য সকালে পূর্বাঞ্চলীয় কমাণ্ডের কমাণ্ডার ও জি ও সিসহ যশাের, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং ফরিদপুর সফর করিয়া পূর্বাহ্নে ঢাকা প্রত্যাবর্তন করেন। জেনারেল হামিদকে জানান হয়, এই অঞ্চলের দেশদরদী জনগণ দেশ হইতে রাষ্ট্রদ্রোহীদের উচ্ছেদে কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহযােগিতা করিতেছে। এই সমস্ত রাষ্ট্রদ্রোহীর মধ্যে কিছু সংখ্যক লােক আত্মরক্ষার। উদ্দেশ্যে শান্তি প্রিয় লােকালয়ে আশ্রয় গ্রহণ করিলে স্থানীয় জনসাধারণ তাহাদিগকে খুঁজিয়া বাহির করিয়া শাস্তি প্রদান করে। ইহাদের শাস্তি প্রদানের জন্য দেশে বহু রাজাকার বাহিনী গঠিত হইয়াছে।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!