আমরীতলার নাম মমতাজনগর
ময়মনসিংহ (সদর দক্ষিণ), ঢাকা (সদর উত্তর) মুক্তিবাহিনীর অধিনায়ক আফছার উদ্দিন আহমেদ এক বিবৃতিতে ঘােষণা করেছেন, আমরীতলার নাম মমতাজনগর রাখা হ’ল প্রকাশ আমরীতলার রাজাকার ঘাটিটা নিশ্চিহ্ন করার সময় মমতাজউদ্দীন নামক একজন নিউকি মুক্তিযােদ্ধা শত্রুর হাতে প্রাণত্যাগ করেছিলেন। মমতাজের স্মৃতি অম্লান করে রাখার জন্যে আমরীতলার নাম মমতাজনগর রেখে জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলেন, ‘আজ থেকে আমরা আমরীতলাকে মমতাজনগর হিসেবে চিনব। মমতাজ মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে, তার জন্যে আমরা কি দিতে পারলাম? তাই আজ আসুন আমরা মমতাজকে বিস্মৃতির অতল গর্তে না তলিয়ে দিয়ে স্মৃতির মনিকোঠায় তার দীপ্তিতে ভাস্বর করে রাখি। আশা করি আপনারা আপনাদের স্বদেশপ্রীতির নিদর্শন স্বরূপ আমার কামনাকে চরিতার্থ করে তুলবেন আজ হতে আমরীতলা চিরদিনের জন্যে মমতাজনগর হিসেবে চিহ্নিত হয়ে রইল।’
জাগ্রত বাংলা ১: ৬ ,
১২ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯