দৈনিক সংগ্রাম
৫ জুলাই
ব্রিটিশ পত্র-পত্রিকা, বিভিন্ন প্রচার মাধ্যম এবং বিশেষ করে বিবিসি মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রশংসনীয় ভূমিকা পালন করে। এতে পত্রিকাটি ক্ষোভ প্রকাশ করে লেখে; “ব্রিটিশ সংবাদপত্র ও সাংবাদিকদের সাথে হিন্দুস্তানের নতুন করে আঁতাত সৃষ্টি হয়েছে। পাকিস্তানকে বিচ্ছিন্ন ও খণ্ড-বিখণ্ড করার যে দূরভিসন্ধি হিন্দুস্তান করেছিল তার সাথে বৃটিশ পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যমগুলাের যােগসাজশ ছিল বহু পূর্ব থেকেই।” |
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন