প্রেসনােট
১৬ জুন
পাকিস্তানীরা ইতিহাসকে মুছে ফেলার জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইতিপূর্বে নববর্ষ পহেলা বৈশাখের ছুটি বাতিল করা হয়। কাগজগুলােতে উল্লেখ করা হয় “আজ বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের যে ছুটি ছিল, জরুরী অবস্থার দরুণ তা বাতিল করা হয়েছে। এতে ঢাকা এবং সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আরাে উল্লেখ্য ঢাকা শহরের ২৪০টি রাস্তার নাম পরিবর্তন করে ইসলামীকরণ করা হয়, যেমন:
আদি নাম পরিবর্তিত নাম
(১) লালমােহন পােদ্দার লেন— আব্দুল করিম গজনভী স্ট্রিট
(২) শাখারী নগর লেন- গুল বদন স্ট্রিট
(৩) এলিফ্যান্ট রােড- আল আরবিয়া রােড
(৪) নবীন চাদ গােস্বামী রােড- বখতিয়ার খিলজী রােড
(৫) বেইলী রােড- বুআলী রােড
(৬) কালীচরণ সাহা রােড- গাজী সালাউদ্দিন রােড
(৭) রায়েরবাজার- সুলতানগঞ্জ
(৮) এস কে দাস রােড- সিরাজউদ্দীন রােড
(৯) মাদারটেক- মাজারটেক।
(১০) শশীভূষণ চ্যাটার্জী লেন- সৈয়দ সলীম ফ্রিট
(১১) ইন্দিরা রােড- আনার কলি রােড
এভাবে প্রাচীন নামগুলােকে পরিবর্তন করা হয়।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন