You dont have javascript enabled! Please enable it!

দৈনিক সংগ্রাম
১৫ জুন

পত্রিকাটি এইদিনে মন্তব্য করে যে, “ব্রাহ্মণ্যবাদী ভারতীয় দস্যুরা মুসলমানদের দাড়ি জোর করে কেটে দিচ্ছে। যারা নামাজ পড়ে তাদের নামাজ পড়তে দেয়া হচ্ছে না। বলা হচ্ছে ভগবানকে মনে মনে ডাকলেই হবে ঘটা করবার দরকার নেই।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন