কালভার্ট পাহারারত রাজাকার ঘাটিতে আক্রমণ
চারিপাড়া (গফরগাঁও), ২৬ নভেম্বর আজ মুক্তিযােদ্ধারা এখানের রেলওয়ে কালবার্টে পাহারারত রাজাকারদের ঘাটিতে এক আক্রমণ চালায়। আক্রমণটি মুক্তিবাহিনীর দুটি সেকশন কমান্ডার শামছুদ্দীন এবং ফজলুল হক এবং কমান্ডার মােস্তফার যৌথ উদ্যোগে ও নেতৃত্বে পরিচালিত হয়। আক্রমণের ফলে ৬১ জন রাজাকার নিহত হয় এবং বহু সংখ্যক আহত হয়। আক্রমণ সমাপ্ত হওয়ার পরপরই একটি বিশেষ পাক সেনাভর্তি ট্রেন এসে পড়ে, ফলে রাজাকারদের ফেলে রাখা অস্ত্রশস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি! উল্লেখ করা যেতে পারে, গত ২১ শে (একুশে) অক্টোবর মুক্তিবাহিনীর একটি সেকশন কমান্ডার মােস্তফার নেতৃত্বে এ কালভাটেই এক আচমকা আক্রমণ চালিয়ে ছিলেন। সেই আক্রমণে ১১ জন রাজাকারকে নিহত করা হয়েছিল।
জাগ্রত বাংলা ! ১৬ র
১২ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯