দৈনিক ইত্তেফাক
১৭ জুন
এই দিনে একটি খবর প্রকাশিত হয় যে, ৬৯টি বই বাজেয়াপ্ত ঘােষণা করা হয়েছে। এটা ছিল পাকিস্তানী বর্বরদের বাঙালি সংস্কৃতি ধ্বংসের একটি ষড়যন্ত্র। নিচে কয়েকটি বাজেয়াপ্ত বইয়ের নাম দেয়া হল।
বইয়ের নাম – লেখকের নাম
(১) ভাসানী যখন ইউরােপে- খােন্দকার মােহাম্মদ ইলিয়াস
(২) শব্দবােধ অভিধান- আশুতােষ দেব
(৩) আলমগীর (নাটক)- বিনয়কৃষ্ণ মুখার্জী
(৪) বাস্তুভিটা (নাটক)- দিগিন্দ্র বন্দ্যোপাধ্যায়
(৫) পূর্ব বাংলার শস্য ও জমির জন্য সংগ্রাম- এ কে আর আহমদ
(৬) লীগ শাসনে বরিশালে ফ্যাসিস্টরাজ- নুরুল ইসলাম খান
(৭) নেতাজীর পথ ও গান্ধীর মত- অমরেন্দ্রনাথ দত্ত
(৮) দি ট্রাজেডী অব জিন্নাহ- কৈলাশচন্দ্র
(৯) ভারতে বৃটিশ শাসনের অবসান- জি সি রায়
(১০) সচিত্র ভারত- রমেশচন্দ্র রায়
(১১) বিশ্ব শান্তি রক্ষার আহ্বান- এ টি এম শামসুদ্দীন
(১২) রক্তকপােত – নূরে আলম সিদ্দিকী
(১৩) সংগ্রামী বাংলা- আবুল কালাম আজাদ
(১৪) বাঙালী জাতীয়তাবাদের উল্লেখ- আবুল কালাম আজাদ
(১৫) হাসুবানু- প্রবােধ কুমার সান্যাল।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন