গােলাম আজম
২০ জুন
গােলাম আজম লাহােরে এক সাংবাদিক সম্মেলনে বলেন,
“পূর্ব পাকিস্তানে অধিক সংখ্যক অমুসলমানদের সহায়তায় শেখ মুজিবুর রহমানের হয়তাে বিচ্ছিন্নতায় ইচ্ছা থাকতে পারে, তবে তিনি প্রকাশ্যে কখনও স্বাধীনতার জন্য চিৎকার করেননি। অবশ্য তার ছয় দফা স্বাধীনতাকে সম্ভব করে তুলতে পারতাে বলে তিনি উল্লেখ করেন। মওলানা ভাসানী, অধ্যাপক মােজাফফর আহমেদ, আতাউর রহমান খান এরাই মূলত প্রকাশ্যে বিচ্ছিন্নতার দাবী তােলেন। বিচ্ছিন্নতার জন্য শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যারা। প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেছিলেন তাদেরতাে গ্রেফতার করা হয়নি। সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে প্রায় সকল দুষ্কৃতকারীদের উৎখাত করেছে এবং বর্তমানে এমন কোন শক্তি নাই যা সেনাবাহিনীর প্রাধান্যকে চ্যালেঞ্জ করতে পারে।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন