দৈনিক সংগ্রাম
১২ মে
ভারতীয় সংস্কৃতি অনুপ্রবেশের উল্লেখ করে পত্রিকাটি বলে—“শহীদ দিবসের ভাষা আন্দোলনে আত্মত্যাগী মুসলমান ছাত্রদের জন্য দোয়া কালাম পড়ে মাগফেরাত কামনার পরিবর্তে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে হিন্দুয়ানী কায়দা, নগ্নপদে চলা, প্রভাত ফেরী, শহীদ মিনারের পাদদেশে আল্পনা আঁকা ও চণ্ডীদেবীর মূর্তি স্থাপন ও যুবক যুবতীদের মিলে নাচ গান করা মূলত ঐ সকল পত্র-পত্রিকা, বই পুস্তক ও সাংস্কৃতিক মাধ্যমগুলাের বদৌলতেই এখানে সম্ভব হয়েছে।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন