ইসলামী ছাত্রসংঘ
১৩ মে
এই দিনে ছাত্র সংঘের একটি বিবৃতিতে উল্লেখ করা হয় দেশের বর্তমান দুরাবস্থার জন্য ছাত্র সমাজকে দায়ী করা হয়। অথচ ছাত্রসংঘ কর্মীরাই বিচ্ছিন্নতাবাদীদের দমন ও সেনাবাহিনীকে সহায়তা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি তৎপর।
ছাত্ৰনামধারী ভারতের সাম্রাজ্যবাদের যে সমস্ত চর তথাকথিত ‘বাংলাদেশ প্রচারণা চালিয়েছিল তারা ছাত্র সমাজের কলঙ্ক। তাদের জন্য সমুদয় ছাত্র সমাজকে দায়ী করা ঠিক নয়।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন