You dont have javascript enabled! Please enable it! 1971.05.27 | সাধারণ মানুষকে লােভ দেখিয়ে দৈনিক সংগ্রামে খবর প্রকাশিত হয় - সংগ্রামের নোটবুক

দৈনিক সংগ্রাম

২৭ মে
সাধারণ মানুষকে লােভ দেখিয়ে এই দিনে একটি খবর প্রকাশিত হয়। দুষ্কৃতকারীদের (মুক্তিযােদ্ধা) ধরিয়ে দেবার আহবান জানান হয়।
“দুষ্কৃতকারীদের ধরিয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষ জনগণের মধ্যে এক হাজার টাকা বিরতণ করেছেন।”
আরাে উল্লেখ করা হয় যে-“দুষ্কৃতকারীদের ধরিয়ে দিলে বা তাদের কার্যকলাপ সম্পর্কে তথ্য জানালে কর্তৃপক্ষ উপযুক্ত পুরস্কার দেবে।”
দুষ্কৃতকারী অর্থাৎ মুক্তিযােদ্ধাদের নির্মূল করার জন্য শান্তি কমিটি গঠনের মত রাজাকার আলবদর, আলশামস প্রভৃতি সশস্ত্র বেসামরিক বাহিনী গঠনের পরামর্শ দানে পত্রিকাটি অগ্রনী ভূমিকা পালন করে। এই সংখ্যাটিতে বলা হয়, “দেশের অভ্যন্তরে অবস্থানকারী এসব দুষ্কৃতকারী দমনের ব্যাপারে আমরা ইতিপূর্বেও সম্পাদকীয় ও উপসম্পাদকীয় একাধিক নিবন্ধে বিভিন্ন প্রস্তাব দিয়েছি। আমাদের বিশ্বাস পাকিস্তান ও জাতীয় আদর্শে বিশ্বাসী নির্ভরযােগ্য লােকদের সমন্বয়ে একটি বেসামরিক পােষাকধারী বাহিনী গঠন করে তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হলে অতি তাড়াতাড়ি এসব দুষ্কৃতকারীকে নির্মূল করা সহজ হবে।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন