বিশুদ্ধানন্দ মহাথেরাে
৩ জুন
পাকিস্তান বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ছিলেন একজন মুখ্য স্বাধীনতা বিরােধী। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গণহত্যার সমর্থনে দেশের বৌদ্ধ প্রধান এলাকাগুলােতে সমাবেশ করে বেড়িয়েছেন। তিনি খান চক্রের সমন্বয়ে যে বিবৃতি দিয়েছিলেন তার অংশ বিশেষ-
“পাকিস্তান ৫ লক্ষ বৌদ্ধের প্রিয় জন্মভূমি হিসেবে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি আরাে উল্লেখ করেন-“বৌদ্ধ যারা এখানে আবহমানকাল ধরে বসবাস করছে তারা দেশের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের শেষ রক্ত বিন্দু দানে প্রস্তুত রয়েছে।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন