কেন্দ্রীয় শান্তি কমিটি
২২ এপ্রিল
কেন্দ্রীয় শান্তি কমিটির একটি আবেদনে উল্লেখিত হয় নিম্নরূপ বক্তব্য “সমস্ত দেশ প্রেমিক পূর্ব পাকিস্তানের প্রতি রাষ্ট্রদ্রোহীদের সব রকম ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিহত করার এবং সশস্ত্র বাহিনীকে সম্ভাব্য সকল উপায়ে সহায়তা করার জন্য আহ্বান জানান হয়।
খাজা খয়েরুদ্দিন ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় “রাষ্ট্রদ্রোহীরা সম্পূর্ণভাবে হতাশ হয়ে এখন পােড়ামাটি নীতি অবলম্বন করেছে এবং তারা যােগাযােগ ব্যবস্থা ধ্বংস এবং শান্তি প্রিয় নাগরিকদের হয়রান করছে।” এতে আরাে উল্লেখ করা হয় ।
—“সশস্ত্র বাহিনী জনগণেরই অন্তর্গত এবং নাগরিকদের জীবন ও ধন-সম্পত্তি রক্ষাই তাদের উদ্দেশ্য।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন