শাহ আজিজুর রহমান
৪ মে
জিয়াউর রহমানের আমলে প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন একজন মুখ্য স্বাধীনতা বিরােধী। তার বিবৃতির কিছু অংশ পাঠ করলেই সে সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা জন্মাবে। “প্রেসিডেন্ট ইয়াহিয়া প্রবল উৎকণ্ঠার সঙ্গে রাজনৈতিক দলসমূহকে অধিকতর স্বাধীনতা প্রদানপূর্বক দেশে পূর্ণ এবং বাধাবিহীন গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পূর্ব পাকিস্তানের অন্যতম রাজনৈতিক দল অধুনালুপ্ত আওয়ামীলীগ এই সুযােগের ভুল অর্থ করে, বল প্রয়ােগ আর শিরােচ্ছেদের মাধ্যমে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় লাভ করে। অজেয়ভাবে নিজেদের খেয়াল-খুশিমত দেশ শাসন করার দাবি করে এবং এভাবেই অহমিকা অধৈর্য এবং ঔদ্ধত্যের ফলে নিজেদের ভাসিয়ে দেয়।”……..“আমি সাম্রাজ্যবাদী ভারতের দূরভিসন্ধি নস্যাৎ করার উদ্দেশ্যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে সাহায্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন