দৈনিক সংগ্রাম
৬ মে
মহান মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। কিন্তু পত্রিকাটি এই সত্য অস্বীকার করে মন্তব করে যে, | “হিন্দুস্তান এখন নিজ দেশের তালাবদ্ধ মিলকারখানার বিপুল সংখ্যক শ্রমিক ও বেকার নাগরিকদের একত্র করে তাদের শরণার্থী বলে প্রচার করছে। এবং বিশ্ববাসীর দরবারে মানবতার দোহাই দিয়ে তাদের নামে সাহায্য হাসিলের চেষ্টা চালাচ্ছে।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন