You dont have javascript enabled! Please enable it!

দৈনিক সংগ্রাম

৮ মে
পত্রিকাটি ২৫ মার্চের ভয়াবহ কালাে রাত্রির গণহত্যাকে সমর্থন করে যুক্তি দাড় করায় যে-
“অবৈধ্য আওয়ামী প্রধান শেখ মুজিবুর রহমান গত ২৬ শে মার্চে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা এঁটে সব আয়ােজন সম্পন্ন করেছিলেন। সামরিক সরকার তা জানতে পেরেই পঁচিশে মার্চ দিবাগত রাত্রে আকস্মিক হামলা চালিয়ে তার সে পরিকল্পনা নস্যাৎ করে দেন এবং পাকিস্তানকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। | একই সংখ্যায় তাজউদ্দীন সম্পর্কে মন্তব্য করে, “জনাব তাজউদ্দীন পাকিস্তানকে অস্বীকার করে ভারতের নাগরিকত্ব গ্রহণের সাথে সাথে তিনি স্বভাবতই শ্রী তাজুউদ্দীন হয়ে গেছেন।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন