আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের ছয়-দফার প্রশ্নে জুলফিকার আলী ভুট্টোর বিরােধিতা
প্রাদেশিক আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের সহিত ছয়-দফার প্রশ্নে মােকাবিলা সভায় মিলিত হওয়ার সপক্ষে পররাষ্ট্রমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টো সর্বশেষ যে বিবৃতি দিয়াছেন, তৎপতি দৃষ্টি আকর্ষণ করা হইলে শেখ মুজিবর রহমান বলেন,“নিজ কর্মব্যস্ততার দরুন আমার প্রস্তাব মতে,২৪ এপ্রিল পল্টন ময়দানের জনসভায় ছয়-দফার প্রশ্নে আমার মােকাবিলা করিতে অসামর্থ্য জ্ঞাপন করিয়া পররাষ্ট্রমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টো আগামী ১৭ এপ্রিল এই মোকাবিলার যে প্রস্তাব দিয়াছেন, আমি সানন্দচিত্তে তাহা গ্রহণ করিতেছি। কিন্তু যেহেতু জনাব ভুট্টোর প্রস্তাবটি খুব স্পষ্ট নহে, সেই হেতু আমি তাহাকে দ্ব্যর্থহীনভাবে জানাইয়া দিতে চাই যে, জনগণের দাবি ছয়-দাবি সম্পর্কে উভয় পক্ষের মােকাবিলা হইবে প্রকাশ্য জনসভায়-কাহারও খাসকামরায় নহে। এবং এই মােকাবিলা সভার প্রিজাইডিং অফিসার হইতে হইবে হাইকোর্টের কোন বিচারপতিকে—কোন রাজনৈতিক দলের কেউ টেউকে নহে।
এই প্রস্তাবে সম্মত থাকিলে নির্ধারিত তারিখেই যাহাতে এই জনসভার এন্তেজাম করা যায়, তজ্জন্য আমি আমার সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিনকে রাখিয়া যাইতেছি। তিনি জনাব ভুট্টোর সহিত মােকাবিলা সভার বিস্তারিত কর্মপদ্ধতি স্থির করিবেন। জনাব ভুট্টো যেন তাহার দল ও আওয়ামী লীগের যুক্ত উদ্যোগে এই সভা অনুষ্ঠানের বন্দোবস্ত করিয়া উহার বহুল প্রচারের ব্যবস্থা করেন। দিনের দিন আমি আমার প্রদেশ সফরের অবশিষ্ট কর্মসূচী বাতিল করিয়া হইলেও জনাব ভুট্টোর সহিত উক্ত মােকাবিলা সভায় শরীক হইব।” প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, শেখ মুজিবর রহমান ফরিদপুর, যশাের ও খুলনা সফরের জন্য অদ্য ফরিদপুর রওয়ানা হইতেছেন। এক প্রশ্নো উত্তরে তিনি জানান যে, মােকাবিলা সভার এন্তেজাম সম্পন্ন হওয়ার সংবাদ প্রপ্তির সঙ্গে সঙ্গে তিনি অন্যান্য নির্ধারিত কর্মসূচী বাতিল করিয়া ঢাকায় আসিয়া হাজির হইবেন।
ইত্তেফাক, ১৪ মার্চ ১৯৬৬