গােলাম আজম
১২ এপ্রিল
তিনি একটি বেতার ভাষণে বলেন [ বেতার ভাষণটি ১২ এপ্রিল দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়।]
“ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে কার্যত পূর্ব পাকিস্তানের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে। পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে নিয়ােজিত করে পূর্ব পাকিস্তানকে দাসে পরিণত করতে যায়।”
শান্তি কমিটি গঠিত হবার পর এর ব্যাপক প্রশংসা করে মন্তব্য করা হয় যে,
“অন্যান্য শহরেও কেন্দ্রীয় শান্তি কমিটির পথ অনুসৃত হবে এবং গােটা দেশে পূর্ণ স্বাভাবিকতা ও দেশ রক্ষাবােধ দেখা দেবে। এর ফলে ভারতীয় অনুপ্রবেশকারী ও পঞ্চম বাহিনীর সব চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন