You dont have javascript enabled! Please enable it! 1971.04.16 | শান্তিকমিটি - সংগ্রামের নোটবুক

শান্তিকমিটি

১৬ এপ্রিল
বাঙালি হত্যাযজ্ঞের মূল নেতা জেনারেল টিক্কা খান। নূরুল আমিনের নেতৃত্বে শান্তি কমিটির সদস্যগণ গভর্নর হাউসে টিক্কা খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের এক পর্যায়ে কমিটির সদস্যরা টিক্কা খানকে জানান—“জনসাধারণ ভারতের ঘৃণ্য শয়তানী পুরােপুরি অনুধাবন করতে পেরেছেন এবং পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষায় তারা সেনাবাহিনীকে মদদ জুগিয়ে যেতে অটল রয়েছে।

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন