You dont have javascript enabled! Please enable it! 1971.04.09 | গােলাম আজম - সংগ্রামের নোটবুক

গােলাম আজম
৯ এপ্রিল

এই দিনে রেডিও পাকিস্তান থেকে তার একটি বেতার ভাষণ প্রচারিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় লােক সভায় বাংলাদেশের শরণার্থীদের সাহায্য দেওয়ার আহ্বাসের প্রসঙ্গে তিনি বলেন-“ভারতের প্রধানমন্ত্রীর মত দায়িত্বশীল ব্যক্তি পূর্ব পাকিস্তানীদের প্রতি যে সমর্থন ও সমবেদনা জানিয়েছেন, তাতে আমি বিস্মিত হয়েছি।” | মুক্তিযােদ্ধাদের সম্পর্কে তিনি বলেন-“পূর্ব পাকিস্তানে সশস্ত্র অনুপ্রবেশকারী পাঠিয়ে ভারত প্রকৃতপক্ষে আমাদের দেশপ্রেমের মূলে আঘাত হেনেছে। এ ধরনের অনুপ্রবেশ এ প্রদেশের মুসলমানদের কোন কাজেই আসবে না।”

রেফারেন্স: ১৯৭১  ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি-  সাইদুজ্জামান রওশন