এ এন এম ইউসুফ
৭ এপ্রিল
দালালীর ক্ষেত্রে জামাতের পরই মুসলিম লীগের নাম উল্লেখ করা যায়। পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিবৃতিতে তিনি বলেন, | “পূর্ব পাকিস্তানে ‘বাংলাদেশ সরকারের কোন অস্তিত্ব নেই। বেতারে নগ্ন প্রচারণা, পাকিস্তানে আক্রমণ পরিচালনার জন্য সেখানকার জনগণের তৎপরতা, পাকিস্তানের শান্তিপ্রিয় জনগণকে বিঘ্নিত করার জন্য লােক, অস্ত্র ও অর্থ সগ্রহের দ্বারা আন্তর্জাতিক সনদের বরখেলাপ করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে। হস্তক্ষেপের জন্য আমরা ভারতের তৎপরতার নিন্দা করছি।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন