মাহাবুবুল হক দোলন
৯ এপ্রিল
পাকিস্তানী বাহিনীর সহযােগী এদেশীয় দালালদের মধ্যে দোলনের ভূমিকা অন্যতম। ২৫ মার্চের পর থেকে তিনি কেন্দ্রীয় শান্তি কমিটির দালালদের সংগঠিত করতে থাকেন এবং স্বাধীনতা পর্যন্ত তা অব্যাহত রাখেন। তিনি পাকিস্তান মুসলিম লীগের (কাইয়ুম) যুগ্ম সম্পাদক হিসেবে এক বিবৃতিতে বলেল—“পাকিস্তান যারা সৃষ্টি করেছে পাকিস্তান খণ্ড বিখণ্ডিত করার প্রচেষ্টায় তারা কোন রকমের সাড়া দিতে পারে না। সীমান্তের ওপার থেকে সশস্ত্র ভারতীয় অনুপ্রবেশের ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং সমস্যা আরও গুরুতর হয়ে উঠেছে। এই সমস্ত অনুপ্রবেশকারী ও তাদের সহযােগিতাকারী দালালদের উৎখাত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”
রেফারেন্স: ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন